আদিকাল থেকে মানুষ মিলেমিশে কাজ করে আসছে। পরস্পরের সহযোগিতায় আর্থ-সামাজিক উন্নয়নের জন্য চেষ্টা প্রাতিষ্ঠানিক রুপলাভ করে থাকে। ১৭৫০ – ১৮৫০ এর মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের মাধ্যমে সমবায় আন্দোলন বেগবান হয়। শ্রমিক শ্রেণীর অবহেলিত শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে তাঁতী সম্প্রদায়ের প্রচেষ্টায় বিভিন্ন শ্রেণীর সমিতি গঠিত হয়। ১৯০৪ সালে অত্র উপ-মহাদেশে সমবায় যাত্রা শুরু হয় এবং আইনগত প্রধান্য লাভ করে এবং বঙ্গীয় সমবায় এ্যাকট চালু হয়। ১৯৪০ সালে বঙ্গীয় সমবায় আইন সংশোধন করা হয়। পরবর্তীতে অত্র দেশে কো-অপারেটিভ সোসাইটি অর্ডিন্যান্স- ১৯৮৪ অর্ডিন্যান্স ১-১৯৮৫ এর মাধ্যমে সমবায় সমিতি পরিচালনা হয় এবং উল্লেখিত অর্ডিন্যান্স বাতিল করে ২০০১ সালে মহান জাতীয় সংসদে সমবায় সমিতি আইন/২০০১ প্রবর্তন হয়। সমবায় সমিতি সংশোধন আইন/২০০২ ও ২০১৩ সালে দু’দফা সংশোধন করা হয়েছে। আইনের ব্যাখ্যার জন্য সমবায় সমিতি বিধিমাল/২০০৪ নামে চালু আছে। বর্তমানে অত্র আইন ও বিধিমাল মোতাবেক সমবায় সমিতির উপ-আইন অনুসরণে সমিতির কায পরিচালনা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস